Result52

জমি বন্ধকের চুক্তিনামা লেখার সঠিক নিয়ম (MS Word নমুনাসহ) | জমি বন্ধক নামা লেখার নিয়ম

আসসালামু আলাইকুম, আপনি কি জমি বন্ধকের চুক্তিনামা লেখার সঠিক নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে Teplive.com এর এই পোস্ট টি আপনার জন্যই লেখা। 

আজকের পোস্ট টি পড়ার পর আপনার জমি বন্ধকের চুক্তিনামা লেখার সঠিক নিয়ম সম্পর্কে পুরনাঙ্গ ধারনা হবে। তাই আশা করবো পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন। 

অনেক সময় আমাদের বাড়ির জমি হোক কিংবা কৃষি জমি হোক তা বন্ধক রাখার প্রয়োজন পড়ে। সেই প্রয়োজনের সময় আমরা জমি বন্ধক রাখার নিয়ম সম্পর্কে জানলেও জমি বন্ধকের চুক্তিপত্র লিখতে পারিনা। 

তাই আজকের পোস্ট তাদের জন্যই যারা জমি বন্ধকের চুক্তিপত্র লিখতে জানেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে জমি বন্ধকের চুক্তিপত্র লিখতে হয়।

জমি বন্ধকের চুক্তিপত্র

জমি বন্ধকের চুক্তিপত্র লেখার সঠিক নিয়ম | জমি বন্ধক নামা লেখার নিয়ম

জমি বন্ধকের চুক্তিপত্র লেখার ফরমাল কয়েকটি নিয়ম আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক।  এরপর আমরা একটি নমুনা জমি বন্ধকের চুক্তিপত্র দেখবো। 

  1. প্রথমে থাকবে স্বাক্ষরের অংশ দুই পক্ষের স্বাক্ষর এখানে দিতে হবে। 
  2. প্রথম পক্ষের নাম বা গ্রহীতা। 
  3. এরপর প্রথম পক্ষের পিতার নাম, সাং, ডাকঘর, উপজেলা ও জেলার নাম উল্লেখ করতে হবে।
  4. এরপর দ্বিতীয় পক্ষের নাম অর্থার দাতার নাম।
  5. দ্বিতীয় পক্ষের পিতার নাম, দ্বিতীয় পক্ষের ঠিকানা অর্থাৎ সাং, ডাকঘর, উপজেলা ও জেলার নাম উল্লেখ করতে হবে।
  6. এরপর স্বীকৃতি অর্থাৎ দ্বিতীয় পক্ষের বা দাতার স্বীকার নাম যেখানে প্রথম পক্ষের কাছে জমি বন্ধক রাখছে তার উল্লেখ থাকবে।
  7. অবশ্যই জমির পূর্ণাঙ্গ বিবরণ থাকতে হবে।
  8. এরপর আবার স্বাক্ষরের অংশ তবে এখানে নাম ও লিখতে হবে।

জমি বন্ধকের চুক্তিপত্র নমুনা পত্র দেখে নিন | জমি বন্ধক চুক্তি পত্র ২০২৪


১ম পক্ষের সাক্ষর ---------- ২য় পক্ষের স্বাক্ষর

প্রথম পক্ষ ( গ্রহীতা ) : মো আব্দুল লতিফ মিয়া
পিতাঃ মৃত মোঃ তছলিম মিয়া
সাং- রাজামিয়াপাড়া।
ডাকঃ সরিফপুর।
উপজেলাঃ নগরকান্দা।
জেলাঃ ফরিদপুর।

দ্বিতীয় পক্ষ ( দাতা ) : মোঃ রফিকুর রহমান
পিতাঃ মো আব্বাস আলী
সাং- মোহাম্মদপুর।
ডাকঃ সাদিগঞ্জ।
উপজেলাঃ রায়পুর।
জেলাঃ পিরোজপুর।

আমি দ্বিতীয় পক্ষ মোঃ রফিকুর রহমান আমার এই মুহূর্তে টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় এবং অন্য কোন উপায় না পাইয়া আমার ৭০ শতক আবাদী জমি যাহার মৌজাঃ রায়পুর জে,এল,নং: ৬৩ খতিয়ান নং: ৭৩৬৩ সাবেক : ৮২০, নতুন : ১৬, দাগ নং : ২৮, সাবেক : ২৯৭, নতুনঃ ২৭৬ বন্দক রাখার প্রস্তাব করিলে প্রথম পক্ষ উহা বন্দক গ্রহণ করিতে সম্মত হন।

উক্ত জমির বিপরীতে ৯০,০০০/- ( নব্বই হাজার ) টাকা, একযোগে বুঝিয়া পাইয়াছি, উক্ত জমি বন্দক ৩ ( তিন ) বছরের জন্য। উপস্থিত স্বাক্ষীগণের সম্মূখে নিজ নাম সহি সম্পাদন করিলাম।

প্রথম পক্ষের নাম ও স্বাক্ষর ----------------- দ্বিতীয় পক্ষের নাম ও স্বাক্ষর

সাক্ষীগণ 
  • মো ইউসুফ মিয়া
  • সবির মোল্লা
  • রিপন মজুমদার

কৃষি জমি লিজ নেওয়ার চুক্তিপত্র PDF দেখুন | জমি বন্ধক চুক্তি পত্র নমুনা

নিচে একটি পিডিএফ দিয়ে দেওয়া হলো যেটি সরকার থেকে প্রদত্ত নিয়ম অনুসরণ করে তৈরি করা হয়েছে। জমি লিজ নেওয়ার চুক্তিপত্র PDF বা স্ট্যাম্প জমি বন্ধক নামা লেখার নিয়ম PDF নামিয়ে নিন। 

জমি বন্ধক নামা লেখার নিয়ম নমুনা

এই জমি বন্ধক নামা লেখার নিয়ম নমুনা পত্র টি আপনারা আমাদের থেকে এডিটেবোল ফাইল অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট ফাইল আকারে নিতে পারবেন। 

এর জন্য নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করা জমি বন্ধকের চুক্তি নামা, জমি বন্ধক চুক্তি পত্র PDF ফাইল ডাউনলোড করে নিন।

File Nameজমি বন্ধক নামা লেখার নিয়ম PDF
Size39 KB
Last Update2024
Free downloadDownload



জমি বন্ধকের চুক্তিপত্র বা চুক্তিনামা লেখার প্রয়োজনীয়তাঃ প্রিয় পাঠক আমাদের অনেক সময় জমি নিয়ে অনেক সমস্যা হয় আর যদিও এমন সমসায় আমাদের পড়তে হয় তাহলে আমরা প্রমান দেখাতে পারবো না এবং আইনি সহায়তা নিতে পারবনা। 

আর তাই বন্ধকের একটি দলিল বা প্রমান রাখার জন্য আইনি সুবিধার জন্য আমাদের স্ট্যাম্প জমি বন্ধক নামা লেখার নিয়ম PDF সম্পর্কে অবগত থাকতে হবে। আমরা জমি বন্ধকের চুক্তিপত্র সম্পর্কে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি আশা করি আপনি বুঝতে পেরেছেন।

আমাদের শেষ কথা

প্রিয় পাঠক আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পোস্টটি আপনার উপকারে এসেছে। আশা করি জমি বন্ধকের চুক্তিপত্র লেখার নিয়ম বুঝতে পেরেছেন। 

সবাইকে জমি বন্ধকের চুক্তিপত্র লেখার সঠিক নিয়ম জানানোর জন্যই পোস্টটি লেখা হয়েছে। আপনার কাছে যদি পোস্ট টি ভালো মনে হয় তাহলে ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা আপনার আইডি তে শেয়ার করে দিন। আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52