এইচএসসি রেজাল্ট ২০২৩ (সকল বোর্ড) | Education board result 2023
এইচএসসি রেজাল্ট ২০২৩ঃ আপনি কি এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখতে চান? তাহলে একদম সঠিক জায়গায়ই এসেছেন। প্রিয় এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের এইচএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল ঘরে বসে নিজ মোবাইল অথবা কম্পিউটার ব্যাবহার করে মার্কশিট বা নম্বরসহ রেজাল্ট কিভাবে দেখবেন।
সেই সম্পর্কেই এই পোস্টে আলোচনা করেছি। আপনি যদি সম্পূর্ণ প্রসেস টি সঠিকভাবে করতে চান তাহলে এই পোস্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল আলোচনা।
এইচএসসি রেজাল্ট ২০২৩ সারসংক্ষেপ
ফলাফলের নাম | এইচএসসি রেজাল্ট ২০২৩ |
---|---|
প্রকাশের তারিখ | ২৬ নভেম্বর ২০২৩ |
মোট পরীক্ষার্থী | ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন |
বোর্ড | ১১ টি |
রেজাল্ট দেখার ওয়েবসাইট | educationboard.gov.bd |
উপরের দেওয়া টেবিল থেকে রেজাল্ট দেখার ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে গেলেই রেজাল্ট বের করতে পারবেন। তবে তার আগে রেজাল্ট দেখার নিয়ম গুলো জেনে নিন। সম্পূর্ণ পোস্ট পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন।
এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ভিডিও টিউটরিয়াল

সকল বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
সকল বোর্ডের রেজাল্ট একযোগে ২৬ নভেম্বর প্রকাশিত হবে। রেজাল্ট দেখা যাবে মোবাইলে এবং ইন্টারনেটে। রেজাল্ট প্রকাশিত হবে সরকারী দুই অফিশিয়াল ওয়েবসাইটে।
সবার আগে রেজাল্ট দেখতে মোবাইল এসএমএস পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারেন। নম্বরসহ বা মার্কশিটসহ রেজাল্ট দেখা যাবে নিচের দুইটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
- www.educationboard.gov.bd
- www.eboardresults.com
উপরের এই দুইটি ওয়েবসাইট থেকে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ ১১ টি বোর্ডের এইচএসসি (উচ্চমাধ্যমিক ও সমমানের) রেজাল্ট ২০২৩ দেখা যাবে।
বিশেষ দ্রষ্টব্যঃ ওয়েবসাইটে একসঙ্গে অনেকে রেজাল্ট দেখার জন্য ভিজিট করে যার কারনে ওয়েবসাইট এর সার্ভার ডাউন হতে পারে এবং রেজাল্ট পেতে একটু সময় লাগতে পারে। তাই কয়েকবার চেষ্টা করবেন।
💡 এগুলো পড়ুনঃ
- এইচএসসি রেজাল্ট খারাপ হলে যা করবেন জেনে নিন
- বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সকল তথ্য (যেগুলো সবারই জানা উচিত)
- গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন, সমাধানসহ পিডিএফ সংস্করণ ২০২৪ (সকল ইউনিট ২০১৬-২০২৩)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ও বিস্তারিত তথ্য ২০২৪
- ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ (সকল ইউনিট)
- বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন নিয়ম 2024 সাল | দীপু মনি
educationboard.gov.bd থেকে রেজাল্ট দেখার উপায়
আপনাদের যাদের মোবাইল এবং ইন্টারনেট কানেকশন আছে তারা সহজেই www.educationboard.gov.bd ওয়েবসাইট থেকে এইচএসসি ২০২৩ রেজাল্ট দেখতে পারবেন। এর জন্য আপনার বোর্ড রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে।
- প্রথমে রেজাল্ট দেখার ওয়েবসাইট www.educationboard.gov.bd তে প্রবেশ করুন। এরপর নিচের ছকের মতো করে আপনার তথ্য দিয়ে সাবমিট করলেই রেজাল্ট চলে আসবে।
Field Value Examination HSC/Alim/Equivalent Year 2023 Board Your Board Roll Your HSC Roll Registration Your HSC Registration Number Sum Calculate the sum
এই ওয়েবসাইট থেকে আপনারা শুধুমাত্র কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন তাই দেখতে পারবেন। মার্কশিট সহ রেজাল্ট দেখতে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন।
Eboardresults.com থেকে মার্কশিটসহ রেজাল্ট দেখার নিয়ম
এই ওয়েবসাইট থেকে আপনারা সকল বিষয়ের মার্কস এবং গ্রেড সহ রেজাল্ট দেখতে পারবেন। eboardresults.comথেকেএইচএসসি রেজাল্ট ২০২৩দেখার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে eboardresults.comএই সাইটে প্রবেশ করুন। এরপর নিচের ছকের মতো করে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।
Field Value Examination HSC/Alim/Equivalent Year 2023 Board Your Board Result Type Individual Result Roll Your HSC Roll Registration Your HSC Registration Number Security Key (4 digits) Your Security Key
উপরের ছকে যেভাবে দেওয়া হয়েছে অনুরুপভাবে ওয়েবসাইটে গিয়ে আপনার তথ্য দিয়ে আপনার বোর্ড রেজাল্ট বের করে নিন। আপনি চাইলে আপনার রেজাল্ট পিডিএফ আকারে ফোনে সেভ করে রাখতে পারবেন।
মার্কশিট সহ রেজাল্ট কেন বের করবেন জেনে নিন
অনেকেই আমরা এই বিষয়টি খেয়ালে নেই না যে মার্কশিট সহ রেজাল্ট কেন বের করবো। মার্কশিট সহ রেজাল্ট অবশ্যই বের করে পিডিএফ আকারে ডাউনলোড করে রাখবেন। মার্কশিট সহ রেজাল্ট এর প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলোঃ
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে মার্কশিট এর দরকার হয়।
- বিভিন্ন বৃত্তি, উপবৃত্তির জন্য আবেদন করতে মার্কশিট এর দরকার হয়।
- মার্কশিট সবসময় পাওয়া যায় না, এটি শুধু রেজাল্ট প্রকাশের পর থেকে এক/দুই দিন দেখা যায়।
তাই ভবিষ্যৎ প্রয়োজনের কথা চিন্তা করে এখনি মার্কশিট ডাউনলোড করে রাখুন। পিডিএফ আকারে উপরের দেওয়া দ্বিতীয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এইচএসসি রেজাল্ট ২০২৩ মোবাইলে এসএমএস এর মাধ্যমে দেখার উপায়
যারা সবার আগে রেজাল্ট পেতে চান কোনরকম সার্ভার ঝামেলা ছাড়া এবং যাদের স্মার্ট ফোন নেই তারা বাটন ফোনে এসএমএস এর মাধ্যমে সহজেইএইচএসসি রেজাল্ট ২০২৩বের করতে পারবেন।
এর জন্য আপনার মোবাইলের মেসেজ ইনবক্সে গিয়ে HSC এরপর আপনার বোর্ডের নাম আপনার বোর্ডের রোল নাম্বার এরপর 2023 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
ফিরতি এসএমএস এ আপনার এইচএসসি ২০২৩ এর ফলাফল চলে আসবে। আপনাদের সুবিধার্থে আমি মেসেজ টি আবারও লিখে দিচ্ছি-
HSC DHA 123456 2023
এভাবে আপনার রোল নাম্বার এবং বোর্ডের নামের প্রথম ৩ টি অক্ষর দিয়ে পাঠিয়ে দিবেন ১৬২২২ নাম্বারে। (২টাকা থেকে ৩ টাকা চার্জ প্রযোজ্য)। এই পদ্ধতিতে আপনি সবার আগে রেজাল্ট পেয়ে যাবেন।
প্রতি বিষয়ের নাম্বার দেখতে পারবেন। এমনকি আপনারা রেজাল্ট প্রকাশের আগেই মেসেজ পাঠিয়ে রাখতে পারবেন, রেজাল্ট প্রকাশের সাথে সাথে আপনার ফলাফল চলে আসবে।
💡 এই পোস্ট টি দেখুনঃ রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট দেখুন ২০২৩ (সকল বোর্ড)
উপরের পোস্টে সকল বোর্ডের জন্য এসএমএস কোড এবং এসএমএস এর মাধ্যমে শুধু রোল নাম্বার দিয়ে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেই সম্পর্কে জানতে পারবেন।
মাদ্রাসা বোর্ড রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখতে চান? তাহলে উপরে আলোচিত দুইটি ওয়েবসাইট থেকেই মাদ্রাসা বোর্ডের সকল রেজাল্ট দেখতে পারবেন। সেক্ষেত্রে বোর্ডের স্থানে মাদ্রাসা বোর্ড বাছাই করবেন বাকি সব একই থাকবে।
আবার মোবাইলে এসএমএস এর মাধ্যমে মাদ্রাসা বোর্ড রেজাল্ট ২০২৩ দেখার জন্য HSC এর স্থানে Alim এবং BOARD NAME এর স্থানে MAD লিখে এসএমএস পাঠাতে হবে। মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখার এসএমএস কোডঃ
Alim MAD 123456 2023
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট ২০২৩, আপনারা উপরের ওয়েবসাইট থেকে এবং এসএমএস প্রক্রিয়ায় দেখতে পারবেন। আপনি কারিগরি বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকলে বোর্ড এর স্থানে কারিগরি বোর্ড দিবেন তাহলেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট ২০২৩ চলে আসবে।
রোল নাম্বার এবং পরীক্ষার সন সহ বাকি তথ্য সাধারন বোর্ডের অনুরুপই থাকবে। কারিগরি বোর্ডের রেজাল্ট ২০২৩ দেখার এসএমএস কোডঃ
HSC TEC 123456 2023
এভাবে আপনারা কারিগরি বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ এবং অন্যান্য বোর্ডের রেজাল্ট গুলো দেখতে পারবেন।
এইচএসসি রেজাল্ট ২০২৩ নমুনা
এইচএসসি ২০২৩ বোর্ড রেজাল্ট দেখুন এখান থেকে
রেজাল্ট পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে জানুন
ইতিমধ্যেই আমরা এইচএসসি রেজাল্ট ২০২৩বের করার নিয়ম বা দেখার নিয়ম সম্পর্কে জেনেছি। এখন রেজাল্ট পাওয়ার পর রেজাল্ট পুনঃনিরীক্ষণ সম্পর্কে একটু জেনে নেই।
রেজাল্ট প্রকাশের এক দিন পরপরই সাধারণত রেজাল্ট পুনঃনিরীক্ষণ এর নোটিশ দিয়ে থাকে উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ। বিগত বছরগুলো থেকে আমরা দেখেছি যে হাজার হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ বা রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন করে ফেইল থেকে পাশ এবং প্লাস পেয়েছে।
তাই রেজাল্ট পুনঃনিরীক্ষণ সম্পর্কে আপডেট পেতে জনপ্রিয় ফেইসবুক পেইজ "দৈনিক শিক্ষা বাংলাদেশ" ফলো করতে পারেন, সেখানে আপডেট পেয়ে যাবেন। আজকের পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে নিচের দেওয়া কমেন্ট বক্সে জানাতে পারেন, সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
পোস্ট ট্যাগঃ এইচএসসি রেজাল্ট ২০২৩, এইচএসসি রেজাল্ট 2023, এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩, এইচএসসি পরীক্ষার ফলাফল, HSC রেজাল্ট, HSC Result 2023 দেখার নিয়ম, রেজাল্ট দেখার নিয়ম, রেজাল্ট দেখার ওয়েবসাইট, মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম, পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, পরীক্ষার ফলাফল দেখার নিয়ম, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম, মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম।
আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url