Result52

আসিতেছে শুভদিন... তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান | সারমর্ম

আসিতেছে শুভদিন...  তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান | সারমর্ম

আসিতেছে শুভদিন,
 দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! 
 হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, 
 পাহাড়-কাটা সেই পথের দু-পাশে পড়িয়া যাদের হাড়, 
 তোমারে সেবিতে হইলো যাহারা মজুর, মুটে ও কুলি,
 তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি,
 তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, 
 তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
 
সারমর্ম: পৃথিবীর যত উন্নতি সবই শ্রমজীবী মানুষের দান। তাদের নিরলস সেবা ও শ্রমের কল্যাণেই আমরা সুখী জীবনযাপন করি। অথচ তাদের এই শ্রমের মূল্য আমরা দিই না, তাদের দুঃখ-বেদনা অনুভব করতে চাই না। শ্রমজীবী এই মানুষেরাই সভ্যতার অগ্রযাত্রার মূল কারিগর। তারাই প্রকৃত শ্রদ্ধার পাত্র। তাদের যথাযথ মর্যাদা প্রদান করা আমাদের কর্তব্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52