Result52

কোন বোর্ডে পাসের হার কত ২০২৩ | এইচএসসি ২০২৩ সকল বোর্ডের রেজাল্ট দেখুন

কোন বোর্ডে পাসের হার কত ২০২৩
কোন বোর্ডে পাসের হার কত ২০২৩

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক, আপনি কি জানতে চান কোন বোর্ডে এবার কত পারসেন্ট শিক্ষার্থী পাশ করেছে এবং কত পারসেন্ট শিক্ষার্থী GPA 5.00 বা প্লাস পেয়ছে? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের পোস্টে আপনারা সকল বোর্ডের রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন। তাই আশা করবো "এবার কোন বোর্ডে পাসের হার কত" জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়বেন।

এইচএসসি ২০২৩ কোন বোর্ডে পাসের হার কত দেখে নিন

প্রতি বছরের ন্যায় এবারও জানা গেছে যে, কোন বোর্ডে কত জন শিক্ষার্থী পাস করেছে বা পাসের হার কত। বাংলাদেশ শিক্ষা বোর্ডের আওতায় ১১ টি শিক্ষা বোর্ড রয়েছে। নিচে ১১ টি শিক্ষা বোর্ডের পাসের হার দেওয়া হয়েছে।

বোর্ডের নামপাসের হার
ঢাকা বোর্ড77.55%
চট্টগ্রাম বোর্ড78.29%
রাজশাহী বোর্ড87.89%
বরিশাল বোর্ড90.18%
সিলেট বোর্ড76.06%
কুমিল্লা বোর্ড78.42%
যশোর বোর্ড86.17%
ময়মনসিংহ শিক্ষা বোর্ড85.49%
দিনাজপুর বোর্ড76.87%
মাদ্রাসা বোর্ড74.7%
টেকনিক্যাল বোর্ড86.35%

আশা করি উপরের ছক থেকে জানতে পেরেছেন, সকল বোর্ডের পাসের হার ২০২৩। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক ভালো। শিক্ষার্থীরা তাদের মতো করে প্রতুতি নিতে পারেনি এবং আন্দোলন ও করেছিল পরীক্ষা বন্ধের জন্য। সেই জায়গা থেকে তারা পরীক্ষা দিয়েছে এটাই বেশি। এছাড়াও ২০২৩ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা নানা রকম নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়। সেই হিসেবে রেজাল্ট তুলনামূলক ভালোই হয়েছে।

এইচএসসি কোন বোর্ডে পাসের হার কত ছবি

পাশের হার ২০২৩
পাশের হার ২০২৩


বিগত বছর গুলোতে এইচএসসি পরীক্ষায় প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা দেখুন

এবারে বাংলাদেশে ১১ টি শিক্ষা বোর্ডের মোট ১৩ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। বিগত বছর গুলোতে এইচএসসি পরীক্ষায় কতজন শিক্ষার্থীরা A+ পেয়েছিল তা নিচে দেওয়া হয়েছেঃ 

এইচএসসি বছরGPA 5.00 পেয়েছে
এইচএসসি ২০০১৭৬ জন
এইচএসসি ২০০২৩২৭ জন
এইচএসসি ২০০৩১,৩৮৯ জন
এইচএসসি ২০০৪৮,৫৯৭ জন
এইচএসসি ২০০৫১৫,৬৩১ জন
এইচএসসি ২০০৬২৪,৩৮৪ জন
এইচএসসি ২০০৭২৫,৭৩২ জন
এইচএসসি ২০০৮৪১,৯১৭ জন
এইচএসসি ২০০৯৪৫,৯৩৪ জন
এইচএসসি ২০১০৬২,১৩৪ জন
এইচএসসি ২০১১৬২,২৮৮ জন
এইচএসসি ২০১২৮২,২১২ জন
এইচএসসি ২০১৩৯১,২৬৬ জন
এইচএসসি ২০১৪১,৪২,২৭৬ জন
এইচএসসি ২০১৫১,১১,৯০১ জন
এইচএসসি ২০১৬১,০৯,৭৬৮ জন
এইচএসসি ২০১৭১,০৪,৭৬১ জন
এইচএসসি ২০১৮১,১০,৬২৯ জন
এইচএসসি ২০১৯১,০৫,৫৯৪ জন
এইচএসসি ২০২০১,৩৫,৮৯৮ জন
এইচএসসি ২০২১১,৮৩,৩৪০ জন
এইচএসসি ২০২২২,৬৯,৬০২ জন

উপরের ছকে আপনারা বিগত বছর অর্থাৎ ২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর এইচএসসি পরীক্ষায় কত জন প্লাস পেয়েছে সারা বাংলাদেশ থেকে তারই সংখ্যা দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে A+ পাওয়ার হার প্রতি বছর লাগামহীন ভাবে বেড়েই চলেছে। কিন্তু প্রকৃত শিক্ষিত এবং যোগ্যতা অর্জন করছে কতজন তা জানা যায়না।


সর্বশেষ কথা

আজকের নিবন্ধে আপনারা সকল বোর্ডে পাসের হার এবং A+ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা জানতে পেরেছেন। আজকের পোস্ট সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবারের এইচএসসি ২০২৩ পরীক্ষা নিয়ে আপনার মতামত শেয়ার করুন নিচের দেওয়া কমেন্ট বক্সে। আজকের পোস্টটি এখানেই সমাপ্ত করছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52