Result52

শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বিষয়ে একটি ভাষণ রচনা কর

শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বিষয়ে একটি ভাষণ রচনা কর

'শিক্ষাঙ্গনে শৃঙ্খলা' বিষয়ে একটি ভাষণ তৈরি কর ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেনー
যে সমাজে শৃঙ্খলা আছে, ঐক্যের বিধান আছে, সকলের স্বতন্ত্র স্থান ও অধিকার আছে, সেই সমাজেই পরকে আপন করিয়া লওয়া সহজ ।

শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বিষয়ে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ ।

সুধীমণ্ডলী
জগৎ শৃঙ্খলার জালে বাঁধা, নিয়মের জালে আটকানো । অণু থেকে অট্টালিকা পর্যন্ত, এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান ও অদৃশ্য সবকিছুই একটি বিশেষ সজ্জায় সাজানো, একটি বিশেষ শৃঙ্খলে বাঁধা । তাই বলা হয়, বিশ্বজগৎ নিয়মের অধীন । এই নিয়ম বা শৃঙ্খলার ব্যত্যয় হলেই মহাবিপর্যয় ঘটে । আজ এমনি শৃঙ্খলা বিষয়ক একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি । আর তা হলো শিক্ষাঙ্গনে শৃঙ্খলা । বস্তুত ছাত্রজীবনে শৃঙ্খলার কোনো বিকল্প নেই । ছাত্রজীবনে শৃঙ্খলার পূর্বশর্ত হলো শিক্ষাঙ্গনে শৃঙ্খলা । দুঃখজনক হলেও সত্য যে, ইদানীং প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই কম-বেশি বিচ্ছৃঙ্খলা লক্ষ করা যায় । কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা চরম সীমায় পৌঁছে এখন তা সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে ।

প্রিয় সুধীবৃন্দ
শিক্ষাঙ্গন একটি পবিত্র স্থান । বিবেকবান, নীতিবান আলোকিত মানুষ গড়ার আদর্শ স্থান হলো বিদ্যাপীঠ বা শিক্ষাপ্রতিষ্ঠান । জ্ঞানার্জনের লক্ষ্যে এবং নিজেদের সুপ্ত চেতনা ও প্রতিভা জাগ্রত করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার জন্য ছাত্র- ছাত্রীরা শিক্ষাঙ্গনে পদার্পণ করে । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমান রাজনীতিক প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনগুলোতে বিরাজ করছে উচ্ছৃঙ্খলতা ও সন্ত্রাস । ছাত্র সংগঠনগুলোর রাজনীতিক সংঘর্ষে শিক্ষাঙ্গন মাসের পর মাস বন্ধ থাকে । ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় না। যার কারণে সংখ্যাগরিষ্ঠ শান্তিপ্রিয় ছাত্র-ছাত্রী সেশন জটের জাঁতাকলে পড়ে চরম ভোগান্তির শিকার হয় । এভাবে চলতে থাকলে জাতি মেধাশূন্য হয়ে অন্ধকারে তলিয়ে যাবে তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই । তাই এখন সবাইকে সচেতন হওয়ার সময় এসেছে। এর জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে । প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাভঙ্গের শাস্তি বিধানে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইন যথাযথভাবে প্রয়োগে প্রশাসনকে সচেষ্ট হতে হবে ।

সম্মানিত সুধী
অবশ্যই বিষয়টি সম্পর্কে আপনারা অবগত যে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ভঙ্গের অন্যতম কারণ হলো আমাদের দেশের অসুস্থ ও বিবেকবর্জিত রাজনীতি । রাজনীতিকরা তাদের হীন স্বার্থ কায়েম করতে কোমলমতি শিক্ষার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করে । তাই শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি চর্চা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে এবং বিবেকহীন রাজনীতিক দলগুলো যাতে হীন উদ্দেশ্যে ছাত্রদের ব্যবহার করতে না পারে সেদিকে শিক্ষক, অভিভাবকসহ সবাইকে লক্ষ রাখতে হবে । সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও অভ্যন্তরীণ ব্যাপারে রাজনীতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তাই বন্ধুগণ আসুন, প্রতিটি শিক্ষাঙ্গনে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর হই । আমাদের সম্মিলিত উদ্যোগে শিক্ষাঙ্গনগুলো থেকে উচ্ছৃঙ্খলতার অভিশাপ চিরতরে দূর হবে— এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি । সবাইকে ধন্যবাদ ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52