Result52

দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।

বাদল : কেমন আছ বন্ধু ?

নির্ঝর : ভালো । তুমি কেমন আছ?

বাদল : ভালো আছি ।

নির্ঝর : তুমি কী পড়ছিলে?

বাদল : আমি একটি প্রতিবেদন পড়ছিলাম, ‘তারুণ্য রুখবে দুর্নীতি' ।

নির্ঝর : কোন কাজগুলো দুর্নীতির আওতায় পড়ে বলতে পারবে?

বাদল : ঘুষ, অবৈধ উপায়ে সুবিধা লাভ, চাঁদাবাজি, সরকারি কোষাগারে চুরি-ডাকাতি, অবৈধ পৃষ্ঠপোষকতা, স্বজনপ্রীতি, অবৈধভাবে চাকরি প্রদান, অর্থ আত্মসাৎ, কাউকে সুবিধা দেওয়ায় সুবিধা গ্রহণ, অবৈধভাবে কোনো কিছু ভোগ করা, এমনকি ঠিক সময়ে দায়িত্ব পালন না করাও দুর্নীতি ।

নির্ঝর : দুর্নীতির কারণগুলো কী?

বাদল : দলবাজি, সরকারি প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা, শাস্তি না হওয়া, ভোগবাদী প্রবণতা, বিকৃত ভোগবাদী অর্থনীতি, মূল্যবোধের অবক্ষয়, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ইত্যাদি কারণে দুর্নীতি বেড়েছে ।

নির্ঝর : আমরা তো দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছি তাই না? ভালো কাজে আমাদের এমন ধারাবাহিক রেকর্ড নেই । খারাপ কাজে বিরাট অর্জন! আচ্ছা বন্ধু বলতো এই সর্বগ্রাসী বিপদ থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি?

বাদল : স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে । দোষী ব্যক্তি যেই হোক তাকে শাস্তি দিতে হবে । সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে । দুর্নীতি বিরোধী জাতীয় কমিটি গঠন করতে হবে । টিআইবিকে জোরালো ভূমিকা পালন করতে হবে । সর্বোপরি দুর্নীতিবাজকে সামাজিকভাবে বয়কট করতে হবে ।

নির্ঝর : অর্থাৎ সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে । গণমাধ্যমেরও এক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে হবে ।

বাদল : ঠিক তাই ।

নির্ঝর : তোমার মূল্যবান বক্তব্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ ।

বাদল : ধন্যবাদ তোমাকেও ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52