Result52

হারানো মালের ক্ষতিপূরণ দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট একটি পত্র লেখ

হারানো মালের ক্ষতিপূরণ দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট একটি পত্র লেখ

হারানো মালের ক্ষতিপূরণ দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট একটি পত্র লেখ। 

২২ জুলাই ২০২৩
বরাবর
স্টেশন ম্যানেজার
বাংলাদেশ রেলওয়ে
পাহাড়তলী, চট্টগ্রাম ।

বিষয় : হারানো মালের ক্ষতিপূরণের আবেদন ।

জনাব
সবিনয় নিবেদন এই যে, গত ১৮ জুলাই ২০১৭, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ রেলওয়ের ‘মহানগর এক্সপ্রেস'-এর একজন যাত্রী হিসাবে আমি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করি । আমার টিকিট নং বাংলাদেশ রেলওয়ে ঢ–২১২ (শোভন শ্রেণি) । আমি আমার একটি বড়ো চামড়ার ব্যাগ লাগেজ হিসাবে বুকিং দিয়েছি, যার নং বি.আর. ৩১০১ । চট্টগ্রাম পৌঁছার পর কর্তৃপক্ষ আমার ব্যাগটি দিতে পারেনি । উক্ত ব্যাগে আমার প্রয়োজনীয় জিনিস ও কাগজপত্র ছিল । লাগেজ হারানোর দায়ভার আইনত রেলওয়ে কর্তৃপক্ষকেই বহন করতে হবে । কাগজপত্রের ক্ষতি অপূরণীয় হলেও অন্যান্য জিনিসের মূল্য আনুমানিক ১০ হাজার টাকা । আমি উক্ত হারানো মালের ক্ষতিপূরণ দাবি করছি।

অতএব জনাব, উপরিউক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করছি । 

নিবেদক
আপনার বিশ্বস্ত
ইমদাদুল হক রনি
২/১-ক, রিয়াজুদ্দিন বাজার
নিউমার্কেট, চট্টগ্রাম।

[পত্র লেখা শেষে খাম এঁকে খামের ওপরে ঠিকানা লিখতে হয়]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52