Result52

অনুচ্ছেদ রচনা : গণমাধ্যম

গণমাধ্যম

গণমাধ্যম

রাষ্ট্র ও জনগণের মধ্যে যােগাযােগের মাধ্যমই গণমাধ্যম। গণমাধ্যম মূলত দুপ্রকার : মুদ্রিত মাধ্যম (Print Media) ও বৈদ্যুতিন-মাধ্যম (Electronic Media)। মুদ্রিত মাধ্যমের মধ্যে প্রধান হল সংবাদপত্র। সংবাদপত্র নানা ধরনের হয়ে থাকে। যেমন- দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ইত্যাদি দৈনিক পত্রিকার দেশ-বিদেশের দৈনন্দিন জীবনের ঘটনা প্রবাহের সংবাদ প্রকাশিত হয়। বিশাল পৃথিবীতে মানুষ তার চারপাশে কী ঘটছে তা জানতে চায়। তার এ কৌতূহল নিবৃত্ত করার সবচেয়ে বড় মাধ্যম সংবাদপত্র। সংবাদপত্র সভ্য সমাজের নানা প্রয়ােজন মেটায়। মতামত প্রকাশ, জনমত সংগঠন, শিক্ষা বিস্তার ইত্যাদি ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও জনগণের মধ্যে যােগাযােগের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম সংবাদপত্র। বৈদ্যুতিন মাধ্যমের মধ্যে রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের ভূমিকাই প্রধান। বর্তমান বিশ্বে এ সকল মাধ্যম, বিশেষ করে, টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম। জাতীয় জীবনে টেলিভিশনের গুরুত্ব অপরিসীম। এর সাহায্যে জনগণকে জাতীয় কল্যাণব্রতে উদ্বুদ্ধ করা যায়। রেডিওর মাধ্যমেও সরকারি কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করা যায়। সরকারের বিভিন্ন প্রস্তাব, পরিকল্পনা ইত্যাদি বাস্তবায়নের ক্ষেত্রে রেডিওটেলিভিশন একটি বিশেষ ভূমিকা পারন করে। আজকের পৃথিবীতে বিজ্ঞানের আর একটি বিস্ময়কর অবদান হল কম্পিউটার। আধুনিক যােগাযােগ ব্যবস্থায় ইন্টারনেট এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। এটি বিশ্বের এক প্রান্তের মানুষের সঙ্গে অন্য প্রান্তের মানুষের যােগাযােগ অত্যন্ত সহজ করে দিয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52