Result52

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।

আরমান : এসাে মনির, ভেতরে এসাে। কেমন আছ? 

মনির : ভালাে। তুমি কেমন আছ? 

আরমান : আমিও ভালাে। তবে দেখতেই পাচ্ছ, বিদ্যুৎবিহীন ঘরে মােমবাতি জ্বেলে বসে আছি। 

মনির : হ্যা, তা তাে দেখতেই পাচ্ছি। আমাদের এলাকাতেও এখন বিদ্যুৎ নেই। ভাবলাম, তােমার বাসায় বিদ্যুৎ থাকতে পারে তাই এদিকে চলে এলাম। 

আরমান : দুর্ভাগ্য দুজনেরই। বিদ্যুৎ বিভ্রাটে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছি। লেখাপড়া শিকেয় উঠতে চলেছে। 

মনির : আর বলাে না। পরীক্ষার্থীদের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। 

আরমান : পরীক্ষার্থী হিসেবে আমার একটি তিক্ত অভিজ্ঞতার কথা শুনবে? 

মনির : হ্যা, বলল, শুনি।

আরমান : গত মাসে আমাদের কলেজে নির্বাচনী পরীক্ষা চলছিল। পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল অঝাের ধারায়। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমরা হতভম্ব হয়ে গেলাম। 

মনির : তারপর? 

আরমান : তারপর আর কী? ‘হল’ ঘর অন্ধকার হয়ে গেল। বন্ধ হয়ে গেল লেখা। 

মনির : কোনাে বিকল্প ব্যবস্থা করা হয় নি? 

আরমান : বিকল্প ব্যবস্থা বলতে কর্তৃপক্ষ মােমবাতি সংগ্রহ করে জ্বালিয়ে দেয়। দইয়ের স্বাদ কি ঘােলে মেটে! পরীক্ষার ফল ভালাে হয়নি। 

মমির : আসলে বিদ্যুৎ বিভ্রাট জীবনের সকল কাজকেই বিপর্যস্ত করে। 

আরমান : বিশেষ করে হাসপাতালে রােগীদের দুর্ভোগ মারাত্মক আকার ধারণ করে। 

মনির : আমাদের মতাে দরিদ্র দেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার করা কঠিন। 

আরমান : সরকারের উচিত নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে এবং অবৈধ সংযােগ বিচ্ছিন্ন করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা। 

মনির : আমিও মনে করি, এ ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আরমান : ঠিক বলেছ বন্ধু। তােমাকে ধন্যবাদ।

মনির : তােমাকেও ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52