Result52

অনুচ্ছেদ রচনা : ছবি আঁকা

ছবি আঁকা

ছবির অপর নাম চিত্র। ছবি আঁকা হলাে এক ধরনের চিত্রকলা, যা আধুনিক শিল্পকলার একটি অংশ। যারা ছবি আঁকেন তাদেরকে বলা হয় চিত্রশিল্পী এবং তাদের আঁকা ছবিগুলাে হলাে চিত্রশিল্প। মানুষের মনে নানারকম ভাবনা খেলা করে। মানুষ তার মনের ভাবনা প্রকাশ করতে চায় কোনাে না কোনাে মাধ্যমে। চিত্রশিল্পীরা নিজের মনের কথা প্রকাশ করার জন্য ছবি আঁকেন। ছবিতে শিল্পীর মনের ভাব ফুটে ওঠে। ছবির মাধ্যমে তিনি তার আবেগ ও অনুভূতি প্রকাশ করে। থাকেন। কোনাে কোনাে ব্যক্তি শখ হিসেবে ছবি আঁকেন; আবার কোনাে কোনাে ব্যক্তি ছবি আঁকাকে পেশা হিসেবে গ্রহণ। করেন। শুধু রং, তুলি থাকলেই ছবি আঁকা যায় না, ছবি আঁকতে মনের মাধুরী ও গভীর ধৈর্যের প্রয়ােজন হয়। পৃথিবীতে কে কখন প্রথম ছবি আঁকা শুরু করেছিলেন তা বলা কঠিন। তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনাে ছবির কথা জানা যায়। ১৮৭৯ খ্রিস্টাব্দে পেনে আল তামিরা নামক এক গুহায় মানুষের আঁকা ছবির সন্ধান পাওয়া যায়। ছবি আঁকার মাধ্যমে শিশু কিশােরদের কল্পনাশক্তির সমৃদ্ধি ঘটে। যে কথা কবিতা, গল্প, উপন্যাস বা নাটকে বলা যায় না, সে কথা ছবি আঁকার মাধ্যমে স্পষ্ট করা যায়। শিশুরা পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে ইত্যাদি আঁকতে আঁকতে ছবি আঁকায় দক্ষতা অর্জন করে। ১৯৪৩ সালের মন্বন্তরের প্রেক্ষাপটে আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদীনের বিখ্যাত ছবি ‘দুর্ভিক্ষ দেখে মানুষের মন আজও বেদনায় ভরে ওঠে। লিওনার্দো দ্য ভিঞ্চির কালজয়ী ছবি ‘মােনালিসা’ যুগ যুগ ধরে বিশ্ববাসীর হৃদয়ে জাগরুক হয়ে আছে। বাংলাদেশে ছবি একে যারা বিখ্যাত হয়েছেন তাদের কয়েকজন হলেন কামরুল হাসান, এস. এম. সুলতান, মুর্তজা বশীর, রােকুনুজ্জামান খান দাদা ভাই, মােস্তফা মনােয়ার, কাইয়ুম চৌধুরী প্রমুখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Result52
Result52
Result52
Result52